গ্যালারি গোল্ডে ছবি প্রদর্শনী

টি, মুখার্জি – কলকাতা
খোয়াইস, অর্থাৎ ইচ্ছে। যে ইচ্ছেশক্তি প্রতিটি মানুষকে নিয়ে গেছে সাফল্যের এক নতুন সরণিতে। সেই ইচ্ছেশক্তির জেরেই মানুষ সব বাধা পেরিয়ে পৌঁছে গেছে খ্যাতির চূড়ায়। আর এই স্বপ্নই দেখেছিলেন তিন চিত্রশিল্পী শ্রাবণী রায়,

কাবেরী দাশগুপ্ত ও সুদেষ্ণা ব্যানার্জী। ১,২ কিংবা ৩ নয় দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে তারা চেয়েছিলেন তাদের আঁকা ছবি স্থান পাবে কলকাতার বিভিন্ন আর্ট গ্যালারিতে। অবশেষে স্বপ্নপূরণ তাদের। দ: কলকাতার গ্যালারি গোল্ডে এখন চলছে তিন দিন ব্যাপী আর্ট এক্সিবিশন খোয়াইস

২০২২। মোনোক্রোম প্যালেট, লেন্ডস্কেপ প্যালেটে আঁকা ছবি থেকে শুরু করে ক্যামেরায় তোলা বিভিন্ন চিত্রগ্রাহকের ছবি মিলিয়ে প্রায় শতাধিক ছবি স্থান পেয়েছে এই এক্সিবিশনে।
এক্সিবিশনের প্রথম দিন বিশিষ্ট সঞ্চালিকা রিনি-র হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় এই আর্ট

এক্সিবিশনের। পরে তিনি ঘুরেও দেখেন প্রতিটি ছবিকে।
শিল্পীদের আশা সংসারের কর্মব্যস্ততাকে কিছুটা দূরে সরিয়ে রেখে তাদের শিল্পীমন যে রং তুলি ধরেছে এবং তাদের সৃষ্ট ছবি সাহিত্যপ্রেমী মানুষদের কাছে সমাদৃত হবে।