চমক নিয়েই শুরু হল আইপিএল ২০২০ নিলাম

নিজস্ব প্রতিনিধিঃ
আই লিগের কলকাতা ডার্বি স্থগিত রাখা হলেও বৃহস্পতিবার সেই কলকাতার বুকেই হল আইপিএল ২০২০-র নিলাম। দুপুর ২.৩০ থেকে Indian Premier league ২০২০ -এর নিলামে মেতে উঠবে ক্রিকেট দুনিয়া। ১৯ ডিসেম্বর আজ সবার নজর থাকবে কলকাতায়। এই নিলামের জন্য ৯৯৭ জন থেকে ক্রিকেটারের সংখ্যা কমিয়ে নিয়ে আসা হয়েছে ৩৩২-এ। এবার আইপিএল-এর নিলামের জন্য মোট ৯৯৭ জন নাম নথিভুক্ত করিয়েছিলেন। চূড়ান্ত তালিকায় ৬০০-র বেশি খেলোয়াড়কে বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর ছেড়ে দেওয়া ক্রিকেটারও। সর্বোচ্চ বেস প্রাইজ নিয়ে ভারতীয় প্লেয়ার হিসেবে রয়ে গিয়েছেন রবিন উথাপ্পা। তাঁর বেস প্রাইস ১.৫ কোটি। তালিকায় ঢুকে পড়েছেন ২৪ জন নতুন প্লেয়ার। তাঁদের মধ্যে রয়েছেন, মুশফিকুর রহিম, অ্যাডাম জাম্পা ও কেসরিক উইলিয়ামস। ৩৩২ জন প্লেয়ারের মধ্যে ভারতীয় মুখ রয়েছেন ১৮৬ জন। বিদেশি খেলোয়াড় রয়েছেন ১৪৩ জন ও অ্যাসোসিয়েট নেশনস থেকে রয়েছেন তিনজন প্লেয়ার।