চিনে পাড়ি নারী নেতৃত্বের প্রশিক্ষণ-এ

সপ্তর্ষি সিংহঃ
বর্তমান সময়ে সামাজিক কর্মকাণ্ডে পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান তালে পারদর্শী। সামাজিক কাজকর্মের উদ্দ্যেশে মহিলা পরিচালিত শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন “রক্ষক ফাউণ্ডেশন” বিভিন্ন কাজ করে চলেছে। সংগঠনের পক্ষ থেকে নিজেদের আরও এগিয়ে নিয়ে যেতে চিনে প্রশিক্ষনের ব্যবস্হা করা হয়েছে। আগামী ২০-২৭ জুলাই এক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণের জন্য সংগঠনের ছয় জন মহিলা চিনে রওনা দিচ্ছেন। এই প্রসঙ্গে শুক্রবার সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানানো হয়। এদিন উপস্হিত ছিলেন চিন কনসুলেটের কনসাল

জেনারেল ঝা লিউ এবং সংগঠনের কর্ণধার চৈতালী দাশগুপ্ত। এদিন মিঃ লিউ বলেন, ভারতের সঙ্গে চিনের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী এবং চিনের প্রেসিডেন্টের মধ্যে এক বৈঠক হয়। এই বছর চিনের ৭০ তম স্বাধীনতা দিবস উদযাপন। সেই উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজিত হবে।
এদিন চৈতালী দাসগুপ্ত বলেন, সংগঠনের পক্ষ থেকে প্রশিক্ষণের উদ্দ্যেশে চিনে রওনা দেওয়া। তবে এর পাশাপাশি কলকাতার দুর্গাপূজোয় তাঁদের আমন্ত্রণ জানিয়ে আসা হবে।