August 17, 2022

চিরঘুমে চলে গেলেন অভিনেতা ইরফান খান

তনয় মন্ডল – কলকাতা

হিন্দি মিডিয়াম, আংরেজি মিডিয়াম, লাইফ অফ পাই, লাঞ্চ বক্স -এর অভিনেতা সবাইকে কাঁদিয়ে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ইরফান খান। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। এই জনপ্রিয় অভিনেতা দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। কোলন ইনফেকশন নিয়ে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে গতকালই ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার তার মৃত্যু হয়। এর কয়েক দিন আগে জয়পুরের বাড়িতে ইরফান খানের মা সইদা বেগম মারা যান। কিন্তু লোকডাউনের কারণে শেষবারে মতো মাকে দেখতে যেতে পারেননি তিনি। ভিডিও কলের মাধ্যমে মায়ের শেষকীর্ত দেখেন। এরই মধ্যে ইরফান খান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। ২০১৮ সালের ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সবার সামনে আসে। এরপর দীর্ঘ সময় ধরে লন্ডনে চিকিৎসা করান এই অভিনেতা। ইরফান খানের শেষ ছবি ছিল ‘আংরেজি মিডিয়াম’। যদিও করোনার জেরে সিনেমা হলে বেশিদিন চলেনি এই সিনেমা।তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকুক সমস্ত সিনেমাপ্রেমী মানুষের মধ্যে। নিউজ বেঙ্গল অনলাইনের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি।

About Post Author

Total Page Visits: 530 - Today Page Visits: 1