চ্যাম্পিয়ন চৌবাগা

সপ্তর্ষি সিংহঃ
সানফিস্ট আয়োজিত কলকাতা স্কুল ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল চৌবাগা হাইস্কুল। শনিবার রাজারহাটে এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে লা মার্টিনিয়ার বয়েজ কে ৪-০ গোলে হারায় চৌবাগা হাই স্কুল। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করে সজল বাগ। একটি করে গোল করে ওসিম আলি ও বাপ্পা সর্দার। ম্যাচের সেরা সজল বাগ ও প্রতিযোগিতার সেরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের রাহুল মূর্মু। সংবর্ধনা জানানো হয় দুই প্রধানের দুই প্রাক্তন মোহন সিং ও অশোক চট্টোপাধ্যায়কে। এদিন উপস্হিত ছিলেন প্রাক্তন ফুটবলার শ্যামা থাপা সহ বিশিষ্টরা। এদিন এআইএফএফএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বলেন, জয়ী দল কে আইএফএ এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এই প্রতিযোগিতার ফাইনালে উপস্হিত হয়েছিলেন বহু ক্লাবে রিক্রুটাররা।