জন্মাষ্টমীর উৎসবে মাতল ভারত সেবাশ্রম

নিজস্ব প্রতিনিধিঃ
দুদিন ধরে জন্মাষ্টমী পালিত হল কলকাতার ভারত সেবাশ্রম সংঘে। এই উপলক্ষে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হলো সংঘের প্রধান কার্যালয় কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘে । তার আগে সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা লাঠি খেলা, ছোরা খেলার মত নানা অস্ত্র প্রদর্শন করেন।কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চল থেকেও যুবকরা খেলায় অংশ নেন।সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, শ্রীকৃষ্ণের আদর্শে বর্তমান যুব সমাজকে এগিয়ে যেতে হবে ।সেই উপলক্ষেই যুব সমাজকে সংঘের পক্ষ থেকে নানা কসরত প্রশিক্ষণ দেওয়া হয় । তারই অঙ্গ হিসেবে প্রদর্শনী দেখানো হলো যুব সমাজকে আরো শক্তিশালী করে তোলাই সংঘের মূল উদ্দেশ্য।