September 26, 2022

জাতীয় ক্রিকেট দল থেকে অবসর ঘোষণা রায়ডুর

নিজস্ব প্রতিবেদনঃ

ভারতের বিশ্বকাপ দলে ঢোকার সুযোগ না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করলেন অম্বতি রায়ুড়ু। আইপিএলেও তাঁকে দেখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তবে বিদেশি টি২০ লিগে তাঁকে খেলতে দেখা যেতে পারে।
গত এক বছর চুটিয়ে ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেছেন রায়ুড়ু। এবং ধীরে ধীরে চার নম্বরে তাঁর জায়গাটিও পাকা করে ফেলছিলেন। গত বছর এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের পর এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও বড়ো রান করেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও নির্বাচকরা তাঁর বদলে বিজয় শঙ্করকে দলে নেন।
উল্লেখ্য, ৫০টি একদিনের ইনিংসে ৪৭-এর গড়ে ১৬৯৪ রান করেছেন রায়ুড়ু। তাঁর দশটা অর্ধশতরান এবং তিনটে শতরান রয়েছে।

About Post Author

Total Page Visits: 452 - Today Page Visits: 1