May 22, 2022

জিশনার একক কুচিপুরী নৃত্যের অনুষ্ঠান দেখে মুগ্ধ দর্শক

রাজকুমার দাস ও সোমনাথ সাহা

সম্প্রতি কলকাতার আই সি সি আর অডিটোরিয়ামে হয়ে গেল জিশনা গাঙ্গুলীর কুচুপুরী নৃত্যের একক অনুষ্ঠান।”কুচিপুরী নৃত্য সন্মভাবনা”-,শিল্পী অধুনা

ওয়াশিংটন নিবাসী হলেও শিকড়ের প্রতি টান তার আজও রয়েছে পেশায় বিজ্ঞানী হলেও নৃত্যের প্রতি তার টান আজও রয়েছে তা বলাই বাহুল্য। শিক্ষার তাগিদে এখনও বিদেশের মাটিতে মহড়া চালিয়ে যান

নিয়মিত। নিজের কাছের মানুষদের সম্মুখে তার নৃত্য পরিবেশন করার ইচ্ছে পূরণ হলো জিশনার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্য গুরু মৃণালিনী সদানন্দ, ও সুদর্শন চক্রবর্তী প্রমুখ।

স্থির চিত্রে : সোম।

Total Page Visits: 313 - Today Page Visits: 1