‘জি আর এইট’ বিপনি সংস্হার বাংলার বাজারে পথ চলা শুরু

সপ্তর্ষি সিংহ :
শহরে এখন বিভিন্ন জায়গায় ডিপার্টমেন্টাল স্টোর চালু হয়েছে , হাট-বাজারের রুপ পরিবর্তিত হয়ে । উত্তর থেকে দক্ষিণ শহরতলীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এক ছাদের তলায় দৈনন্দিন সামগ্রীর সম্ভার নিয়ে হাজির বিভিন্ন বেসরকারি সংস্হা। উদ্যোগপতি কুনাল সাহা ও খলিল আহমেদ এর যৌথ উদ্যোগে

দক্ষিণ কলকাতায় শুরু হল নতুন ডিপার্টমেন্টাল স্টোর ‘জিআরএইট’ এর বানিজ্যিক যাত্রা। সোমবার নতুন এই বিপনির সূচনার দিন দুই উদ্যোগপতি জানান, গল্ফ গ্রীন অঞ্চলে কলকাতায় প্রথম বিপনির মাধ্যমে বানিজ্যিক যাত্রা শুরু হল। এই অঞ্চলের মানুষের কাছে ৫ কিমির মধ্যে সামগ্রী পৌঁছে দিতে হোম


ডেলিভারি প্রক্রিয়া চালু করা হবে। তবে পরবর্তী পরিকল্পনা হিসাবে উত্তর প্রান্তের চিনার পার্কে সংস্হার পরবর্তী বিপনির সূচনা করা হবে। ও সর্বসাধারণ এর প্রতি আমাদের অনুরোধ আপনারা সকলে আসুন আমাদের এই স্টোরে ।