May 17, 2022

‘জুবান’ও ‘দ্য বেঙ্গল’ এর যৌথ উদ্যোগ এ নবনীতা দেব সেনের স্মৃতি চারণায় :

সোমনাথ সাহা – কলকাতা

সম্প্রতি আই সি সি আর এ আয়োজিত হল এক স্মরণসন্ধ্যা, বিশিষ্ট লেখিকা নবনীতা দেবসেনের স্মৃতিচারণায় ‘দ্য বেঙ্গল’এবং ভারতের প্রথম মহিলা পরিচালিত প্রকাশনা সংস্থা ‘জুবান’ এর যৌথ উদ্যোগ এই অনুষ্ঠানটি হয়। প্রথিতযশা এই লেখিকা কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য বেঙ্গল’ এর প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। এইদিন নবনীতা দেবসেনের ইংরাজীতে অনুদিত ‘চন্দ্রাবতীর রামায়ণ’ বইটির প্রকাশ করেন বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী, অন্তরা দেবসেন, নন্দনা দেবসেন এবং পদ্মশ্রী উর্বশী বুটালিয়া। এছাড়া বসন্ত কন্নাবিরণ, সংযুক্তা

বন্দ্যোপাধ্যায়, অঞ্জুম কাটিয়াল, নিরুপমা দত্ত, রাকা দাশগুপ্তা, সেবন্তী ঘোষ, মেহুল দেবকলা, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এবং শ্রীজাত প্রমুখ বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ নিজ নিজ রচনা পাঠের মাধ্যমে সদ্যপ্রয়াতা লেখিকা কে শ্রদ্ধা নিবেদন করেন। শিল্পী যোগেন চৌধুরী বলেন “কবি, লেখিকা, শিক্ষিকা, সর্বোপরি বন্ধু নবনীতার স্মৃতি আমায় আবেগপ্রবণ করে তোলে। তাঁর প্রতি শ্রদ্ধার্পনের জন্য তিন বছর অন্তর ভারতের বিশিষ্ট সাহিত্যিকদের নিয়ে এইরকম স্মরণসন্ধ্যা আয়োজিত হবে”। অন্তরা দেবসেন তাঁর মায়ের স্মৃতিচারণা প্রসঙ্গে জানান নবনীতা দেবসেন বাল্মীকি ও চন্দ্রাবতী উভয়ের লেখা রামায়ণ নিয়ে সুদীর্ঘ গবেষণা করেছেন।

Total Page Visits: 565 - Today Page Visits: 1