May 17, 2022

জেআইএস গোষ্ঠীর পড়ুয়ারা ব্যাঙ্কককে শিক্ষামূলক ভ্রমনে

নিজস্ব প্রতিনিধিঃ

২০১৩ সাল থেকে জেআইএস-এর শিক্ষামূলক ভ্রমনের উদ্যোগ শুরু হয়েছে। প্রতি বছরের মতো এই বছর ১৫ দিনের জন্য ব্যাঙ্ককের এশিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজিতে প্রায় ৭৩ জন পড়ুয়া পাড়ি দিয়েছেন। এই বিষয়ে জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরনজিৎ সিং বলেন, পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমন অনেক কিছু প্রশিক্ষন দিয়ে থাকে। পড়ুয়ারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জানার সুযোগ পাবে। কীভাবে কাজ করলে ভালো ফল পাওয়া যায় এবং সেটা কীভাবে উপস্হাপিত করতে হয় তা শেখার সুযোগ পাবে।

Total Page Visits: 329 - Today Page Visits: 1