May 17, 2022

জেআইএস গ্রুপ নতুন কোর্স চালু করল

নিজস্ব প্রতিনিধিঃ

উৎসবের শেষে মাঠ–ঘাট, জলাশয়, উদ্যান দূষিত হয়ে পড়ছে। সেগুলি দেখতে যেমন খারাপ হয়ে যায়, তেমনই পরিবেশেরও ক্ষতি হয়, প্রভাব পড়ে স্বাস্থ্যেও। তাই এই বর্জ্য ব্যবস্থাপনা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে এমবিএ কোর্স চালু করল জেআইএস গ্রুপ। বর্জ্য ব্যবস্থাপনা এবং সামাজিক শিল্পোদ্যোগ। এমবিএ–র পাঠ্যক্রম তৈরিতে সাহায্য করেছে এমজিএনসিআরই (‌মহাত্মা গান্ধী ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন)। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। বৃহস্পতিবার আয়োজিত দু’দিনের বর্জ্য ব্যবস্থাপনা এবং সামাজিক শিল্পোদ্যোগ বিষয়ে শিল্প–শিক্ষা অনুষ্ঠানে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এমজিএনসিআরই–এর চেয়ারম্যান ডা.‌ ডব্লু জি প্রসন্ন কুমার একটি লিখিত বিবৃতি দিয়ে জানান, ‘পরিবেশ স্বচ্ছ রাখার জন্য প্রশিক্ষিত কর্মীর দরকার। এবং তাঁদের সংখ্যাও বড়সড় হতে হবে। এখন যুব সমাজের মধ্যে চাকরি নিয়ে সঙ্কট রয়েছে। এটা বলা যেতে পারে যাঁরা এই বিষয় নিয়ে পড়বেন, তাঁরা শুধু জীবনে প্রতিষ্ঠা পাবেন না, তাঁরা সুস্থ সমাজের জন্যও অনেকটা কাজ করবেন।’ জেআইএস গ্রুপের ডিরেক্টর সীমারপ্রীত সিং বলেন, কোনও সমস্যা সমাধানের জন্য ‌শিল্প এবং শিক্ষা ক্ষেত্রের বিশিষ্টরা একসঙ্গে কাজ করলে ব্যবস্থাপনা আরও ভাল হয়ে উঠতে পারে। শিল্পসংস্থাগুলি কী চাইছে সে জন্য পড়ুয়াদের আরও ভাল করে শিখিয়ে পড়িয়ে দেওয়াটা সবসময় দরকার। তাতে কাজের বাজারে তাদের চাহিদা আরও বাড়বে। এই এমবিএ কোর্স অত্যন্ত কার্যকর হবে বলে মনে করি। তৈরি করবে কর্মসংস্থান, শিল্পোদ্যোগ তাঁরা যেমন মাঠে ঘুরে শিখতে পারবেন, তেমনই রয়েছে বিভিন্ন শিল্পসংস্থায় হাতে–কলমে কাজ করার সুযোগও।

Total Page Visits: 228 - Today Page Visits: 1