May 17, 2022

টলিউডে উদীয়মান সূর্য অভিষেক সিং

নিজস্ব প্রতিনিধি – কলকাতা

টলিউডের তারুণ্যের জোয়ারে যুক্ত হল এক নতুন মুখ, নতুন প্রতিভা। অভিষেক সিং। পুনে থেকে আইনে স্নাতক হন। বিদেশে প্র্যাকটিস চলছিল পুরোদমে। কিন্তু প্রথম প্রেম অভিনয়ের অমোঘ নেশায় ছাড়তে দ্বিধা করেননি আইনজীবিকার মত উজ্জ্বল সম্ভাবনাময় পেশা। সুদর্শন এই অভিনেতার কাজের পরিচয় রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্যান্থার’, পুজোয় মুক্তি পেতে চলা মাল্টিস্টারার ছবি ‘পাসওয়ার্ড’ সহ বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজে। একদিকে মডেলিং, অন্যদিকে থিয়েটার এর মাধ্যমে বিনোদন জগতে পদার্পণ। তরুণ প্রজন্ম সহ রয়েছেন অসংখ্য মহিলা অনুরাগী। বিশেষত চরিত্রহীন ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে লাইমলাইটে আসা অভিষেকের। বিবিধ জাতীয় স্তরের বিজ্ঞাপনে অংশগ্রহণের কারণে অভিষেক ইতিমধ্যেই বিজ্ঞাপন জগতে বেশ পরিচিত মুখ। অতি সম্প্রতি জি-গ্রুপ এর ব্যানারে আসন্ন ছবি ‘জাজমেন্ট ডে’ তে মুখ্যচরিত্রে দেখা যাবে এই উদীয়মান অভিনেতাকে।বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ এল কিভাবে ? অভিনেতা বলেন যে আমার প্রথম ছবি “ককপিট”

পরিচালক কমলেশ্বর মুখার্জ্জী। তারপর থেকে বিভিন্ন বাংলা ওয়েব সিরিজে কাজের সুযোগ আসতে থাকে। এইসবের পাশাপাশি থিয়েটারে অভিনয় করেছি অভিনয়ের জার্নিটা সবকিছুর পাশাপাশি বজায় রেখেছি। ‘চরিত্রহীন’-এ উপেনের চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে বিপুল উন্মাদনা। এটা কি প্রত্যাশিত ছিল? প্রথম যখন ‘চরিত্রহীণ’ এর স্ক্রিপ্ট পড়ি খুব ভালো লেগে যায়। বিশেষত পরিচালক দেবালয়ের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি খুবই প্রশংসনীয়। কিন্তু দর্শকদের মনজয় করতে পারব কিনা তা নিয়ে সংশয় ছিলই। তাই সেই বিষয়ে প্রথম থেকেই কোন প্রত্যাশা করিনি। আমার তরফ থেকে উপেনের চরিত্রটা কত নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা যায় সেই দিকেই লক্ষ্য ছিল। এই চরিত্রটি দর্শকদের ভালো লেগেছে। অনেকের থেকে দারুন প্রতিক্রিয়া পেয়েছি। আমি খুবই আপ্লুত যে দর্শক আমার অভিনয় দেখে খুশি হচ্ছে।

Total Page Visits: 612 - Today Page Visits: 1