টালিগঞ্জের হরিদেবপুরের গরীব পরিবারদের হাতে খাদ্য বিতরন করলেন চিত্রপরিচালক আতিউল ইসলাম

নিজস্ব প্রতিনিধি –
এ এক যেন অন্য পৃথিবী সারা পৃথিবীতে যখন মারন রোগ “করোনা” সবাই কে গ্রাস করার চেষ্টা করছে, সেখানে সমস্ত পৃথিবীর মানুষ এক হয়ে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে জাতি ধর্ম সব ভুলে। সমস্ত মানুষ মারন রোগ করোনা আতঙ্কে ভীত। সারা দেশ জুড়ে চলছে লকডাউন। এদিকে গরীব মানুষদের মাথায় একটাই চিন্তা। খাদ্যের চিন্তা সমস্ত মানুষকে এক ভয়ের মুখে ফেলছে সময়ের পর যত সময় এগিয়ে যাচ্ছে। দেশের সরকার, রাজ্যের সরকার মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। প্রতিটি মানুষ একে অপরের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ঠিক সেই ভাবেই ছায়াছবি জগতের কলকাতা শহরের চিত্রপরিচালক আতিউল ইসলাম সম্প্রতি টালিগঞ্জের হরিদেবপুর এলাকার ২০০ টি

দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন। সরকারি নিয়ম মেনে তাদের হাতে চাল, ডাল, আলু, তেল খাদ্য সামগ্রি তুলে দিলেন। সেই সমস্ত গরীর পরিবারের মুখে একটু হাসি ফোটাতে তাঁর এই ছোট্টো প্রয়াস। এর আগেও যেকোনো বিপদের দিনে মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পরিচালক আতিউল ইসলাম কে। তিনি জানান যে যতো দিন লকডাউন চলবে তার এই ক্ষুদ্র প্রয়াস ততো দিনই চলিয়ে যাবেন।