ঠাকুমার ঝুলি গল্প অবলম্বনে আসছে বাংলা ছায়াছবি বুদ্ধু ভুতুম

সাধনা মিস্ত্রী, কলকাতা,
আগামী ২০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ঠাকুমার ঝুলি গল্প অবলম্বনে বুদ্ধু ভুতুম। ছবিতে অভিনয় করেছেন কনীনিকা ব্যানার্জী, লকেট চ্যাটার্জী, দেবলীনা কুমার, মানালী দে, কৌশিক চক্রবর্তী, শংকর চক্রবর্তী, গৌতম হালদার, সায়ন্তন হালদার প্রমুখ। গত ১০ সেপ্টেম্বর কলকাতার প্রিন্সটন ক্লাবে মুক্তি পেল ছবির ট্রেলার ও পোস্টার। ছবির গানে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র ও পরিচালনা করেছেন সুরজিৎ

চ্যাটার্জী। দক্ষিণাঞ্জন মিত্র মজুমদার, রচিত বিখ্যাত বাঙালি উপকথা ঠাকুমার ঝুলি থেকে সংগীত ধারাবাহিক কলাবতী রাজকন্যা রূপান্তর করেছেন বুদ্ধু ভুতুম। ছবির পরিচালক নীতিশ রায়ের মতে এখনকার বাচ্চারা বই পড়তে ভুলে যাচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে

বুদ্ধু ভুতুম একেবারে নতুন প্রয়াস, তাদেরকে ঠাকুমার ঝুলি গল্প সম্পর্কে সচেতন করা। আর্ট ডিরেক্টর নামে পরিচিত পরিচালক নীতিশ রায় নিজেই বুদ্ধু ভুতুমের সেট তৈরি করেছেন। পুরো সিনেমাটিতে জুড়ে আছে অসাধারণ এডিটিং সহ ভিএফএক্স। কলকাতায় এই রকম সিনেমা প্রথম বলে মনে করছেন পুরো টিম।

ছবির কাজ শুরু হয়েছিল ২০১৫ তে যেটি শেষ করতে সময় লাগল পুরো সাড়ে তিন বছর। মোট দুটি ভাষায় মুক্তি পাচ্ছে বুদ্ধু ভুতুম- বাংলা ও হিন্দি, কলকাতা সহ মুম্বাইতেও মুক্তি পাবে। হিন্দিতে ছবিটি মাঙ্কি প্রিন্স নামে মুক্তি পাচ্ছে। এককথায় বাচ্চাদের জন্য এক অনবদ্য সিনেমা বুদ্ধু ভুতুম।
ছবি – নির্মল চক্রবর্তী ।