ডক্টরস ডে পালন

মহন্ত দাশগুপ্ত – উত্তর ২৪ পরগনা
ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম দিন উপলক্ষে এবং ডক্টরস ডে কে কেন্দ্র করে প্রতিবন্ধীদের ক্র্যাচ বিতরণ করা হল গরিফা নেতাজী সুভাষ মোড়ে – মালঞ্চ রোডে। নৈহাটি রাজীব গান্ধি মেমোরিয়াল সোসাইটি ‘ র উদ্যোগে এইদিন স্থানীয় বেশ কিছু সংগঠনকে প্রতিবন্ধীদের সরঞ্জাম ” ক্র্যাচ ” প্রদান করা হয়। এদিন মঞ্চে উপবিষ্ট ডাঃ এস পি কুন্ডু মহাশয়কে বিশেষ

সন্মাননা প্রদান করা হয় এবং তাঁরই হাত দিয়ে ক্র্যাচ প্রদান করা হয় সংগঠনের প্রতিনিধিদের হাতে। ওই এলাকার তৃণমূল কর্মী ভবতোষ মন্ডল ছাড়া ও ছিলেন পূর্ণিমা দাস সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠের সম্পাদক গৌর চন্দ্র দাস। এদিন উপস্থিত হয়েছিল বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধি।