ডাক্তার সুভাষ মুখার্জি স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হল রামকৃষ্ণপুর চেতনায়

সত্যজিৎ চক্রবর্তী – শিবপুর, হাওড়া
ডাক্তার সুভাষ মুখার্জি স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পরিচালনায় রামকৃষ্ণপুর চেতনা, ২৬সে সেপ্টেম্বর ২০২১ রবিবার। মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মন্ত্রী অরূপ রায়, তিনি বলেন, রামকৃষ্ণপুর চেতনার ভালো একটি উদ্যোগ নিয়েছে তারা বড় হোক আমিও সাথে থাকছি, সাধারণ মানুষের জন্য। নবকুমার ঘোষের রামকৃষ্ণপুরের বাড়িতে স্বামী বিবেকানন্দ এসেছিলেন । সেই বাড়ির অধ্যাপক সুব্রত ঘোষ বলেন স্বামীজীর বাণী আর বই পড়লেই হবে না মানুষের জন্য কিছু করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, তবেই বাণী সার্থক হবে। রামকৃষ্ণপুর চেতনার সংস্থার কর্ণধার অমিত চ্যাটার্জি বলেন ৮০ জন রক্তদান করেন। হাওড়া জেনারেল হসপিটাল রক্ত সংগ্রহ করেন। সারা বছর ধরে বিভিন্ন কাজ করে থাকি। করোনা পরিস্থিতির সময় অক্সিজেন অ্যাম্বুলেন্স খাদ্য পরিষেবা আমরা দিয়েছিলাম। সারা বছর ধরেই বিভিন্ন কাজের মধ্যে থাকি আমরা। সমগ্র অনুষ্টানটির সঞ্চালনা করেন অভিষেক চ্যাটার্জী।