October 6, 2022

ডানকুনি আবাসন আবাসিক সমিতির শ্যামা পূজা

সত্যজিৎ চক্রবর্তী –

বৃহস্পতিবার ৪ঠা নভেম্বর, হুগলী, ডানকুনি আবাসন আবাসিক সমিতির শ্যামা পূজা ৩১ বছরে পা দিল। কোনরকম জাকজমক ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে পূজার প্রস্তুতি চলছে। এই পূজার ব্যায় ভার সম্পুর্ন আবাসনের অবাসিকদের চাঁদা দিয়েই হয় এটাই প্রথা, বাহিরের থেকে কোনো রকম চাঁদা আদায় করা হয়না

ছবি-সত্যজিৎ চক্রবর্তী।

About Post Author

Total Page Visits: 263 - Today Page Visits: 1