তরুন সমাজ কর্মী দেব আদিত্য কে “বেঙ্গল’স প্রাইড অ্যাওয়ার্ড” প্রদান

সম্প্রতি লন্ডনের “হাউস অফ কমন্স” এর চার্চিল ওয়ার রুম-এ অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তরুন সমাজ কর্মী দেব আদিত্য কে “বেঙ্গল’স প্রাইড অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। ব্রিটেনে বসবাসকারী দক্ষিণ এশিয়ান ছাত্র-ছাত্রীদের জন্য দেব এর কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার। প্রতি বছরই কৃতি বাঙালিদের সম্মান

প্রদান করে এই পুরস্কার। এই পুরস্কার উজ্জীবিতদের তার গঠনমূলক পরিকল্পনা অঙ্গ হিসাবে সফ্ট স্কীল নিয়ে বিশ্ব ব্যাপী এক পরিকল্পনার কথা ব্যক্ত করেছে।খুব শীঘ্রই ভারত, বাংলাদেশ ও শ্রী লংকা র বিভিন্ন স্কুলে একেবারে বিনামূল্যে শুরু হতে চলেছে এই পাঠক্রম। লন্ডন এর ওটারম্যানস ইনস্টিটিউট সহযোগিতায় দেব এর এই নতুন উদ্যোগ আগামী দিনে উন্নতর প্রজন্ম গড়ার কাজে একটি অসাধারণ

পদক্ষেপ। দীর্ঘদিন ধরে পরিবেশ সংক্রান্ত আন্দোলন এ যুক্ত ও লন্ডনে জনপ্রিয় বরিস বাইক এর পুরোধা দেব আদিত্য তার বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে বিশ্ব ব্যাপী এক গণজাগরণ গড়ে তুলেছেন। তার এই কাজ কে সাধুবাদ জানায় , নিউজ বেঙ্গল অনলাইন মিডিয়ার পক্ষে থেকে রইলো আন্তরিক শুভকামনা ।