May 17, 2022

তুলির টানের ছোঁয়ায় মঞ্চে নিজেদের মেলে ধরল ‘তারা’

সপ্তর্ষি সিংহঃ

তারা সমাজের অন্যতম অংশ। নৃত্যশিল্পী নুপূর মূখার্জীর ত্বত্তাবধানে নৃত্যের ছোঁয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা নিজেদের নৃত্যশিল্প মঞ্চস্হ করল। মঙ্গলবার শিশির মঞ্চে নৃত্যশিল্পী নূপুর মুখার্জীর প্রশিক্ষণাধীন প্রায় ৬৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নৃত্যের ছন্দে নিজেদের মেলে ধরলেন। নূপুর মূখার্জি এদিন বলেন, তুলির টানের বয়স প্রায় ৩৪ বছর, এরই শাখা মুসকান যেখানে এইসব শিশুদের নিয়ে কাজ করি। ২৪ তম বর্ষে মুসকানের এইসব শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

Total Page Visits: 615 - Today Page Visits: 1