দক্ষিণ কলকাতায় উদ্বোধন হল নতুন কফি শপ “ক্যাফে কাঠমান্ডুর”র

তনয় মন্ডল – কলকাতা
বাঙালির আড্ডা মানেই চা কফি। আর সেই কফি পিপাসু মানুষদের জন্য কফির কাপে চুমুক দিতে আসার জন্য দক্ষিণ কলকাতার মেনকা সিনেমার ঠিক পেছনে উদ্বোধন হল নতুন কফি শপ ‘ক্যাফে কাঠমান্ডু’র । ‘ক্যাফে কাঠমান্ডু’-এর শুভ সূচনা করেন গায়ক চ্যাং এবং নেপালের কলকাতাস্থ কনস্যুলেট জেনারেল একনারায়ণ আরয়াল। এছাড়া ছিলেন ক্যাফে কাঠমান্ডু কফি শপের মালিক রাজু সিং ও ওনার স্ত্রী। কফি শপের মালিক মালকিন দুজনেই

নেপালের মানুষ। কিন্ত কফি শপের মালিক রাজু সিং এর স্ত্রী কলকাতার বাসিন্দা। নানা স্বাদের গরম কিম্বা ঠান্ডা কফির সঙ্গে থাকছে কুকিজ আর কেক। কফির জগতে বর্ণশ্রেষ্ঠ অ্যারোবিক কফিও থাকছে । এছাড়া কফি শপের মালিক রাজু সিং নিয়ে আসছেন নেপালের সেরা কফি। বনেদি বাঙালি বাড়ির একতলায় মনোরম ইন্টেরিয়র ডিজাইনে গড়ে উঠেছে কফি শপ ‘ক্যাফে কাঠমান্ডু’ । কপি পিপাসু মানুষেরা অবশ্যই একবার গিয়ে দেখতে পারেন ক্যাফে কাঠমুন্ডুতে।