May 17, 2022

দক্ষিণ শহরতলিতে ‘গোদরেজের’ নয়া বিপনি

সপ্তর্ষি সিংহঃ দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত জোকা অঞ্চল ক্রমশ আধুনিক রুপে সজ্জিত হয়ে উঠেছে। দক্ষিণ ২৪ পরগণার মানুষের কাছে হোম অ্যাপলায়েন্স প্রস্তুতকারক সংস্হা ‘গোদরেজ’ নয়া বিপনির সূচনা করল দক্ষিন শহরতলিতে। দক্ষিণ কলকাতার প্রায় সন্নিকটে জেমস লং সরনির উপর সংস্হার নয়া এই আউটলেটের সূচনা হল। শনিবার সংস্হার বানিজ্যিক ভাইস প্রেসিডেন্ট সুবোধ মেহেতা ও টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের উপস্হিতিতে নয়া বিপনির সূচনা হল। মিঃ মেহেতা এদিন বলেন, জোকা বর্তমান সময়ে বৃহৎ বানিজ্যিক বাজারে পরিণত হচ্ছে এবং তা বেশ গুরুত্বপূর্ণ। আর গোদরেজের কাছে রাজ্যের বানিজ্যিক মার্কেট অতি গুরুত্বপূর্ণ। এই রাজ্য থেকে গত অর্থ বর্ষে প্রায় ১৫০ কোটি টাকা সংস্হার ব্যবসা এসেছে বলেও উল্লেখ করেন তিনি। সুতরাং সংস্হার পক্ষ থেকে আশা এই বিপনি থেকে প্রায় ১০ কোটি টাকা ব্যবসা আসবে।

Total Page Visits: 276 - Today Page Visits: 1