January 22, 2022

দম দমে পরান বন্ধু এপস এর উদ্বোধন করলেন ব্যারাক পুর পুলিশ কমিশনারেট

দীপক ঘোষ – কলকাতা

গত ১৬ই মে ব্যারাক পুর কমিশনারেটের উদ্যোগে দম দম ঘোষ পাড়া সংলগ্ন বাউল বেকারির দুর্গা মন্ডপে পরান বন্ধু করোনা যোদ্ধার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী ব্রাত্য বসু, ব্যারাক পুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। দক্ষিণ দম দম পৌরসভার সিআই সি প্রবীর পাল সহ ব্যারাক পুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ অফিসারেরা ও বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি

গনেরা। সেদিন অনুষ্ঠানের প্রথমেই পরান বন্ধু করোনা যোদ্ধা ভিডিও টির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অথিতি রা করোনা সক্রান্ত সব ধরনের সতর্কতা মূলক পদক্ষেপ ও যারা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠছেন তাদের সমন্ধে বক্তব্য রাখেন বক্তারা। এছাড়াও সেদিন পাঁচ জন স্বাস্থ্য কর্মী কে ব্যারাক পুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেদিন সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান টি পরিচালিত হয়। সাধারণ মানুষের মনে করোনা সক্রান্ত আতঙ্ক দূর করতে পরান বন্ধু

করোনা যোদ্ধা অনুষ্ঠানটির আয়োজন করা হয়, এবং তাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হতে গেলে সতর্ক থাকতে হবে আতঙ্কিত হলে চলবেনা এই বিষয় নিয়ে অনুষ্ঠানটি। দক্ষিণ দম দম অঞ্চলে ” পরান বন্ধু করোনা যোদ্ধা অনুষ্ঠানটি যথেষ্ট সারাফেলে দেয়, এই প্রয়াসটি কে সমাজে তুলে ধরে সাধারণ মানুষের মনে করোনা সংক্রান্ত আতঙ্কটি দূর করতে হবে, ভয় পেলে চলবে না। এছাড়া দম দম বই মেলা কমিটির পক্ষ থেকে মুখ্য মন্ত্রীর ত্রান তহবিলে পঞ্চাশ হাজার টাকার চেক মন্ত্রী ব্রাত্য বসুর হাতে তুলে দেওয়া হলো।

Total Page Visits: 467 - Today Page Visits: 1