দরিদ্র মানুষদের খাবার তুলে দিলেন “প্রেস ক্লাব কলকাতা”

নিজস্ব প্রতিনিধি –
করোনার প্রভাবে লকডাউনে আটকে পড়া দরিদ্র মানুষদের খাবার তুলে দিলেন প্রেস ক্লাব, কলকাতা। প্রেস ক্লাবের ময়দান তাঁবুতে শুরু হলো রান্না করা খাবার বিতরণ। সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সত্যামিত্রানন্দ। বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নতুন বছরকে এইভাবে স্বাগত জানালো প্রেস ক্লাব। প্রায় ২৫০ জনকে রান্না করা খাবার দেওয়া হয়।

লকডাউনের সময় সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে এই ব্যবস্থা চালু থাকবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। স্বামী সত্যমিত্রানন্দ বলেন, ভারত সেবাশ্রমের পক্ষ থেকে কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রতিদিন প্রায় ৩০ হাজার নিরন্ন মানুষকে খাবার তুলে দেওয়া হচ্ছে। দুদিনের মধ্যে মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হবে বলে তিনি জানান।