January 23, 2022

দশম বর্ষে জেআইএস কলেজ কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধিঃ

দ্য বেঙ্গল চেম্বার এবং জে আই এস  বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আগরপাড়া ক্যাম্পাসে আয়োজিত হল ইন্টার কলেজ টেক কুইজ প্রতিযোগিতা। ২০০৯ সালে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কলেজের সংখ্যা ছিল প্রায় ১৬০টি। প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় ৩০০ জন। তাদর মধ্যে ফাইনালে পৌঁছায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স, হেরিটেজ ইন্সটিটিউট অফ টেকনোলজি, আশুতোষ কলেজ এবং এন আই টি জামশেদপুর। প্রথম স্থান দখল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পৃথ্বীজিত নাথ,সূর্যদেব বসু। দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে এন আই টি  জামশেদপুর এর শান্তনু কুমার,উজ্জ্বল গুপ্তা এবং অনির্বান মাইতি, আমন সৌরভ । জেআইএস বিশ্ববিদ্যালয় (‌জেআইএসইউ)‌–এর উপাচার্য অধ্যাপক বি সি মাল বলেন, ‘সংক্ষেপে বলা যায় দুটি প্রতিষ্ঠানের এক অসাধারণ উদ্যোগ। একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যটি বণিকসভা। টানা কয়েক বছর এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পড়ুয়াদের জ্ঞানচর্চা, বিনিময়ের জন্য একটা দারুণ মঞ্চ এই অনুষ্ঠান। একই সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রে কোথায় কী নতুন জিনিস এল, তা–ও জানা যায়। আমার তরফ থেকে সব প্রতিযোগীকে অনেক শুভেচ্ছা জানাই। আশা করব ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরও সফল হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফোকম এবিপি প্রাইভেট লিমিটেডের প্রধান কে কে মহাপাত্র, কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কলকাতার সেন্টার ফর ডেভলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (‌সি–ড্যাক)‌–এর সিনিয়র ডিরেক্টর এবং ওই কেন্দ্রের প্রধান ড.‌ নবারুণ ভট্টাচার্য,  জিএন আইটির অধ্যক্ষ অধ্যাপক ড. শান্তনু সেন,কেপিএমজি অ্যাডভাইসরি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পরিকাঠামো, গভর্নমেন্ট অ্যান্ড হেলতকেয়ারের এক্জিকিউটিভ ডিরেক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি, নিম্বাস সিস্টেমস প্রাইভেট লিমিটেডের সভাপতি কুশল সেনগুপ্ত, সফ্টলিঙ্ক ইন্টেলিজেন্ট সলিউশনস প্রাইভেট লিমিটেডের অধিকর্তা জয়ন্তকুমার সাহা।

Total Page Visits: 480 - Today Page Visits: 1