May 22, 2022

দাদার হাতে উন্মচণ হল “অহম”

সপ্তর্ষি সিংহঃ

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী-র হাতে উন্মোচিত হলো ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস’-এর নতুন গহনা ‘অহম’। সংস্হার কার্যনির্বাহী নির্দেশক শুভঙ্কর সেন জানিয়েছেন, “২০১৫ থেকে সৌরভ গাঙ্গুলী আমাদের ব্র্যান্ড এম্বাসাডর। আজ সৌরভের হাত দিয়ে শহুরে সৌখিন পুরুষদের জন্য বেশ কিছু গহনা আমরা বাজারে আনলাম আংটি, ব্রেসলেট, কাফলিঙ্কস, কানের দুল, চেন, পেণ্ডেন্টস-এর মতো সোনা-রূপা ও হীরার বেশ কিছু দৃষ্টিনন্দন অনবদ্য গহনা এই শৃঙ্খলায় আছে। অহম শৃঙ্খলার হীরার গহনার দাম শুরু হচ্ছে ৪০ হাজার থেকে, সোনার গহনার দাম শুরু হচ্ছে ৩০ হাজার থেকে।

Total Page Visits: 242 - Today Page Visits: 1