June 29, 2022

দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত বিগ বি

নিজস্ব প্রতিনিধিঃ

ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হতে চলেছেন অমিতাভ বচ্চন। দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বিগ বি। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এদিন ট্যুইট করে এই খবর জানিয়েছেন।
জাভড়েকর এদিন ট্যুইটে লেখেন, ‘কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন দুই প্রজন্ম ধরে আমাদের আনন্দ দিয়ে আসছেন। তিনি আমাদের অনুপ্রেরণা। দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য এই বছরে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। গোটা দেশ এবং আন্তর্জাতিক মহলও এই খবরে খুবই খুশি। তাঁকে জানাই আমার আন্তরিক অভিনন্দ। সময়ের সঙ্গে কীভাবে নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা যায়, তা শিখতে হয় অমিতাভের কাছ থেকে। তাঁর সমকালীন সমস্ত অভিনেতারা যেখানে অবসর নিয়েছেন, বা কম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, সেখানে অমিতাভ এখনও মুখ্য চরিত্রে অভিনয় করছেন ফাটিয়ে। সিনেমায় তিনি থাকবেন মানে সমস্ত লাইমলাইট তাঁর দিকে। অমিতাভের শেষ মুক্তি পাওয়া ছবি ‘বদলা’ বক্স অফিসে সুপারহিট হয়। এরপর সুপারস্টারের ঝুলিতে রয়েছে ‘গুলাবো সিতাবো’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘আঁখেঁ ২’-এর মতো ছবি। আর প্রতিটি ছবিতেই তিনি উল্লেখযোগ্য ভূমিকায়।

Total Page Visits: 226 - Today Page Visits: 1