October 7, 2022

দা বিটস এর ওয়েডিং ওয়েবসাইট প্রকাশ

নিজস্ব প্রতিনিধি –

সম্প্রতি দা বিটস তাদের নতুন ওয়েবসাইট এর আনুষঙ্গিক প্রকাশ হলো কলকাতার আই,সি,সি,আর এ ওয়েবসাইট লঞ্চ উপলক্ষে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, অভিনেতা শন ব্যানার্জি, বিটস এর কর্ণধার অর্পিতা চক্রবর্তী ও অন্যান্য অতিথিরা দা বিটস ওয়েডিং

ওয়েবসাইট দা বিটসের কর্ণধার অর্পিতা চক্রবর্তী বলেন দা বিটস শুধু মিউজিক্যাল ইভেন্টস করতো এখন থেকে ওয়েডিং ইভেন্টস এর পথ চলা শুরু করল আজ আমি আমার সকল অথিতিদের আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই যে আজ দা বিটস ওয়েডিং ওয়েবসাইট লাউঞ্জ অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকার জন্য ।

About Post Author

Total Page Visits: 680 - Today Page Visits: 3