দীপক সান্যাল পরিচালিত ছবি জীবন খাতার প্রতি পাতায়-র সাংবাদিক সম্মেলন হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে

নিজস্ব প্রতিনিধি –
করোনার জন্য টানা দু’বছর বন্ধ থাকার পর অবশেষে মুক্তি পেতে চলেছে দীপক সান্যাল পরিচালিত ও মলয় দাস প্রযোজিত সৌমিত্র চট্টোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায়

জুটির শেষ বাংলা ছবি জীবন খাতার প্রতি পাতায়। অভিনয় করেছেন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় ,দেবিকা মুখার্জি চৈতি ঘোষাল, ইন্দ্রানী সহ একঝাঁক তরুণ কলাকুশলীরা। সম্প্রতি প্রেসক্লাবে হয়ে

গেল এই ছবির সাংবাদিক সম্মেলন। যেখানে মধ্যমণি হিসেবে হাজির ছিলেন খোদ বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, প্রাক্তন

ক্রিকেটার ও কোচ সম্বরন ব্যানার্জী, চৈতি ঘোষাল, ছবির পরিচালক,প্রযোজক সহ প্রয়াস গ্রুপের জয়দীপ ভট্টাচার্য্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রত্যেক বিশিষ্ট অতিথিরাই দারুণভাবে আশাবাদী যে এই ছবি বাঙালি দর্শকদের মন জয় করে নেবে।