June 29, 2022

দুঃস্হ শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্যার্থে ই আই এম পি সি সি

নিজস্ব প্রতিনিধিঃ

দুঃস্থ শিল্পী, টেকনিশিয়ানদের পাশে দাঁড়াল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস কালচারাল কনফিডারেশন । তাঁদের অসুবিধার কথা জানতে একটি মোবাইল অ্যাপ বানানোর পরিকল্পনাও আছে বলে জানালেন সংগঠনের সভাপতি অগ্নিমিত্রা পাল। দীর্ঘদিন ধরেই পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ জানিয়ে আসছেন টলিউডের শিল্পী ও টেকনিশিয়ানরা । শিল্পী, টেকনিশিয়ান ও সিনে সাপ্লায়ারদের পক্ষ থেকে আন্দোলনে নামার হুমকিও দেওয়া হয়েছে বহুবার । নতুন সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস কালচারাল কনফিডারেশনের পক্ষ থেকে টেকনিশিয়ান স্টুডিয়ো, সংশ্লিষ্ট চ্যানেলের অফিস ও অভিযুক্ত প্রযোজকদের বাড়ি ঘেরাও ও ধরনা অবস্থানের কথাও জানানো হয় । এরপর কয়েকজন শিল্পী ও টেকনিশিয়ানদের পাওনা টাকা দেওয়া হলেও এখনও অনেকেই টাকা পাননি।
গতকাল প্রেস ক্লাবে ইআইএমপিসিস-এর পক্ষ থেকে চারজন দুঃস্থ শিল্পীকে আর্থিকভাবে সাহায্য করা হয় । এই শিল্পীরা হলেন ভোলানাথ সাহা, প্রবীর সিনহা, জলি রায় ও স্বপন কুমার দাস ।

Total Page Visits: 369 - Today Page Visits: 1