January 22, 2022

দুর্গাপুজো কে উদযাপন করুন মিমি চক্রবর্তী দ্বারা সজ্জিত কালেকশনের মাধ্যমে লাইফ স্টাইলে

নিজস্ব প্রতিনিধি –

পুজো কালেকশনের ক্ষেত্রে সর্বাধুনিক ট্রেন্ড, লঞ্চ- এর বিষয়ে ভারতের অগ্রণী ফ্যাশন ডেস্টিনেশন, লাইফ স্টাইল তার কালেকশন গুলি সজ্জিত করেছে স্টাইল আইকন মিমি চক্রবর্তীকে দিয়ে। নতুন উৎসব কালেকশন এ রয়েছে ট্রেন্ডি পোশাক ও এক্সেসরিজ। যা পুজোর মরসুমের জন্য একেবারে যথাযথ এবং পুজোর কথা মাথায় রেখে এগুলি হয়েছে। এছাড়াও, উৎসবের অনুভূতিগুলি কে তুলে ধরতে এবং দুর্গাপুজো অনুষ্ঠানকে উদযাপন করতে লাইফ স্টাইল রিলিজ করলো তাদের নতুন পুজো অ্যানথেম। এই এনথেমে অংশ নিয়েছেন নামী সঙ্গীত শিল্পীরা। এদের মধ্যে রয়েছেন ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচী এবং সোম লতা আচার্য চৌধুরী। এই অ্যানথেম এর সুর দিয়েছেন অনিন্দ্য চ্যাটার্জী। অ্যানথেম টি লিখেছেন এবং পরিচালনা করেছেন সন্দীপন সেনগুপ্ত, যার মাধ্যমে পুজোর আসল মর্মটিকে তুলে ধরা সম্ভব

হয়েছে।এই বছর, পুজোর উদযাপন অন্যভাবে হবার প্রতিশ্রুতি দিয়েছে, কারণ, বিভিন্ন মানুষ উৎসবের মরসুম কে নিজেদের মতন করে স্বাগত জানাচ্ছে। অনেকে আগ্রহের সঙ্গে উৎসব উদযাপনের জন্য প্রতীক্ষা করছে, কেউ কেউ ভারসাম্য রক্ষা ও সংবেদনশীলতার জন্য সন্ধান করতে পারে। কারো কারো কাছে এটি একটি ঘনিষ্ঠ পারিবারিক বিষয় হতে পারে, আবার কারোর কাছে এটি কাছের এবং প্রিয়জনের সঙ্গে দেখা করার বিষয় ও হতে পারে। একটি সচেতন ব্র্যান্ড হিসেবে, দায়িত্বশীল ভাবে উদযাপনের পক্ষে প্রচার করতে গিয়ে লাইফস্টাইল ক্রেতাদের সমস্ত ধরনের পছন্দ কে স্বীকৃতি দিচ্ছে, যা দিয়ে তারা উৎসবের মরশুমে নিজেদের সাজিয়ে তুলতে চায়। ক্রেতাদের মনোভাব কী, সেটা বিচার্য বিষয় নয়, লাইফ স্টাইলের সমস্ত নতুন পুজো কালেকশন সমস্ত ধরনের অনুষ্ঠানের পক্ষে বিশেষভাবে উপযুক্ত। লাইফস্টাইল এন্ড হোম সেন্টার- এর সি ই ও মিস্টার ঋষি বাসুদেব বলেন দুর্গাপুজো ভারতের অন্যতম ব্যাপকভাবে উদযাপিত উৎসব। আমাদের কালেকশন এই উৎসবের আমেজ থেকে

অনুপ্রাণিত। এই কালেকশন গুলি সাজিয়েছেন মিমি চক্রবর্তী এবং তুলে ধরা হয়েছে লাইফস্টাইল-এর পুজো অ্যানথেম। উৎসব মরসুমের জন্য এই সমস্ত নিয়ে একটি নিখুঁত ডালি তৈরি করা হয়েছে যা ক্রেতাদের দায়িত্বপূর্ণ ভাবে উৎসব উদযাপনে সাহায্য করবে। আমরা আনন্দ নগরীতে এই পুজো কালেকশন আনতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের ক্রেতাদের ‘লাইফস্টাইল- পুজো এক্সপ্রেস’ এর মাধ্যমে অনলাইনে নিজেদের বাড়িতে বসে এবং সরাসরি স্টোর- এ এসে এক্সক্লুসিভ কালেকশন গুলি সংগ্রহ করার আমন্ত্রণ জানাচ্ছি।

Total Page Visits: 485 - Today Page Visits: 1