October 7, 2022

দুর্গাপূজায় আসছে মহুল”এর “ডুলুং ডুলুং”

সোমনাথ সাহা , কলকাতা –

এই পূজোয় মাতিয়ে দিতে আসছে লোকগানের জনপ্রিয় ব্যান্ড “মহুল” সম্প্রতি তারা একটি নিজেদের নতুন অ্যালবাম “ডুলুং ডুলুং” নিয়ে হাজির হয়ে গেল। উৎঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহুল এর সদস্যবৃন্দ-পার্থ ভৌমিক, সোনাই সেন, এবং সোহম ভৌমিক এবং মহুল এর গুণমুগ্ধ শ্রোতা বৃন্দ। মিউজিক লেবেল “ও মিউজিক” থেকে প্রকাশিত হল এই অ্যালবামটি। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত

ছিলেন“ওটিটি সলিউশন্স” এবং “ও মিউজিক”এর কর্ণধার শ্রী সুদীপ বসু ও । মহুল এর “ডুলুং ডুলুং” অ্যালবামটিতে রয়েছে চারটি লোকসঙ্গীত, যার মধ্যে একটি ঝুমুর গান “ডুলুং ডুলুং” লিখেছেন কবি দেবাশিস দন্ড। গানগুলি গেয়েছেন পার্থ ভৌমিক এবং সোনাই সেন। গোটা অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন সোহম ভৌমিক। সোহমের সঙ্গীত পরিচালনা এই অ্যালবামটির একটি বিশেষ আকর্ষণ। সোহমের অনবদ্য সুরের খেলায় প্রতিটি গানই এক নতুন মাত্রা পেয়েছে।

About Post Author

Total Page Visits: 1325 - Today Page Visits: 4