দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা

সপ্তর্ষি সিংহঃ
পচাঁত্তর পেরিয়ে ছিয়াত্তরে পা দিলো মুর্শিদাবাদ জেলা সাঁতার সংস্থার আয়োজিত বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। ভাগিরথী বক্ষে আহিরণ ঘাট থেকে বহরমপুরের গোরাবাজার ঘাট অবধি ৮১ কিমি দীর্ঘ সাঁতারে ১৩ জন পুরুষ ও মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করবে এই বছর। একই সঙ্গে ১৯ কিমি পুরুষ ও মহিলা বিভাগ ও অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ,মহারাষ্ট্র, গুজরাট, ত্রিপুরা ছাড়াও বাংলাদেশ, নেদারল্যান্ডস থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। ২৫শে আগস্ট হতে চলা প্রতিযোগিতা উপলক্ষ্যে এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা সাঁতার সংস্থার সভাপতি দেবাশীষ কুমার, সম্পাদক স্বপন আদক, মুশির্দাবাদ সাঁতার সংস্থার সম্পাদক দেবেন্দ্রনাথ দাস, আন্তর্জাতিক দূর পাল্লার সাঁতারু বুলা চৌধুরী, তাহরিনা নাসরিন এবং রেশমি শর্মা।