May 17, 2022

দৃষ্টিশক্তি পুনরায় ফিরিয়ে দেওয়ার নয়া দিশা পিউপিলোপ্লাস্টি সার্জারি

সপ্তর্ষি সিংহঃ

গ্লুকোমা চিকিৎসার ক্ষেত্রে নয়া দিশা দেখাচ্ছে শহরের এক বেসরকারি চক্ষু হসপিটাল আগরওয়াল’স আই হসপিটাল। দৃষ্টিশক্তি মানুষের কাছে বড় ভরসা। কিন্তু চোখের ক্ষেত্রে গ্লুকোমা বড় ক্ষতিকর অসুখ। নরেন্দ্রপুরের বাসিন্দা লীলা বিশ্বাস দীর্ঘদিন বাঁ চোখের সমস্যায় ভুগছিলেন। এরপর ডাঃ আগরওয়াল’স আই হসপিটালে গ্লুকোমা চিকিৎসার ক্ষেত্রে সিঙ্গল পাস ফোর থ্রো পিউপিলোপ্লাস্টি টেকনিকের মত নতুন পদ্ধতিতে সার্জারি করার পরামর্শ দেওয়া হয়। এই বিষয়ে মঙ্গলবার দক্ষিণ কলকাতায় নিজস্ব সেন্টারে এক সাংবাদিক বৈঠকে জানানো হয় শহরে প্রথম এই পদ্ধতির মাধ্যমে রোগীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হল। এদিন উপস্হিত ছিলেন কনসাল্টন্ট অপথ্যালমলজিস্ট ডাঃ সমর সেনগুপ্ত ও ক্লিনিক্যাল সার্ভিস হেড ডাঃ আশার আগরওয়াল। এদিন সমর বাবু বলেন, ৪০ বছরে পর প্রত্যেকের চক্ষু পরীক্ষা করা প্রয়োজন। আর গ্লুকোমা যদি ধরা পড়ে তবে সময় নষ্ট না করে এসএফটির মাধ্যমে নয়া সার্জরি পদ্ধতি ব্যবহার করা উচিত। নতুন পদ্ধতির মাধ্যমে রোগীরা দুই সপ্তাহের মধ্যে সুস্হ হয়ে ওঠেন।

Total Page Visits: 331 - Today Page Visits: 1