দেশ-বিদেশের ছবি প্রদর্শিত হল

সপ্তর্ষি সিংহঃ স্বল্প দৈর্ঘ্যের ছবি ও ফিচার মূলক ছবি নিয়ে শহরে আয়োজিত হল হোয়াইট ইউনিকর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ভারতীয় ছবির পাশাপাশি সুইৎজারল্যাণ্ড, আমেরিকা, স্পেন, কানাডা, বেলজিয়ামের মতো বিভিন্ন দেশের প্রায় ৬০টি ছবি নিয়ে রবিবার রোটারি সদনে আয়োজিত হল প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল। এদিন নির্বাচিত বেশ কিছু ছবি প্রদর্শিত হয়। এদিন উদ্বোধন পর্বে উপস্হিত ছিলেন উদ্যোক্তা কৌস্তভ চক্রবর্তী, পরিচালক সন্দীপ প্রতিহার, লেখক অভিযান বসু ও অভিনেত্রী রিতিশা গাঙ্গুলী। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ছাড়া বিদেশের ছবি শহরে প্রদর্শিত তেমন হয় না। আমাদের পরিকল্পনা সমগ্র বিশের প্রশংসনীয় নির্বাচিত ছবির সম্ভার নিয়ে এই প্রদর্শনী। এই প্রদর্শনীতে ১১টি ছবি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জয় করে।