May 16, 2022

দ্বিতীয় বর্ষে দুদিন ব্যাপী আর্থপালসিটি কোর্স বিষয়ক আলোচনা

সপ্তর্ষি সিংহঃ

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানব শরীরে হাড় ক্ষয় হতে থাকে। সম্প্রতি দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অস্হি রোগের সংখ্যা। বিভিন্ন অস্হি রোগের আধুনিক চিকিৎসার বিষয় নিয়ে বেসরকারী হাসপাতাল অ্যাপেলো কলকাতার পক্ষ থেকে দুদিন ব্যাপী এক আলোচনাসভা আয়োজিত হল। ২-৪ আগস্ট দুদিনের এই আলোচনায় প্রায় ৩৫০ জন চিকিৎসক অংশ নিয়েছে এবং ২০০ জন ডেলিগেট উপস্হিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ও নেপাল থেকে চিকিৎসকরা অংশ নিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে উপস্হিত ছিলেন হসপিটালের ভাইস প্রেসিডেন্ট ডাঃ জয় বসু, অর্থপেডিক ডিরেক্টর বিডি চ্যাটার্জি ও ডাঃ রানা দাশগুপ্ত। এদিন ডাঃ চ্যাটার্জি বলেন, এই আলোচনায় অর্থপেডিক চিকিৎসার বিষয়ে লাইভ চিকিৎসা পদ্ধতির পাশাপাশি প্রশ্নত্তরের পর্ব রাখা হয়েছে। দ্বিতীয় বর্ষে আয়োজিত এই আলোচনায় গত বছরের তুলনায় এই বছর বেশ সাড়া ফেলেছে।

Total Page Visits: 694 - Today Page Visits: 1