ধর্মঘট প্রত্যাহার ইম্পার

নিজস্ব প্রতিনিধিঃ
১৯ জুলাই থেকে ধর্মঘটে যাচ্ছে না ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন (ইম্পা)। আজ ইম্পার তরফে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি পিয়া সেনগুপ্ত জানান, “রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দাবী মতো একক প্রেক্ষাগৃহগুলিকে টিকিটের উপর বর্ধিত সার্ভিস চার্জ নেওয়া অনুমোদন করেছেন এবং এই সংক্রান্ত নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছেন। তাই ১৯ জুলাই থেকে প্রস্তাবিত ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি আমরা।”
পিয়া ছাড়াও আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইম্পার এক্সিবিটর সেকশনের সভাপতি সুভাষ সেন ও ডিস্ট্রিবিউটর সেকশনের সভাপতি সরোজ মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন ইলোরা প্রেক্ষাগৃহের মালিক রতন সাহা সহ অন্যান্য হল মালিকেরা।