May 17, 2022

নতুন জুটি নিয়ে “দাদাগিরি”-র মিউজিক লঞ্চ হয়ে গেল

কলকাতা,রাজকুমার দাসও সোমনাথ সাহা:—

দুই বাংলার বাঙালিরা বাংলা ছবি দেখে নতুন গল্প ও গানের উপস্থাপন দেখে।তাই বাংলা ছবি শুধু নয় বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও মাতৃভাষার প্রতি ভালোবাসা দুই বাংলায় সমান জনপ্রিয়।তারই সাথে দুই বাংলার মানুষের শুভেচ্ছায় মিউজিক ও ট্রিজর লঞ্চ হয়ে গেল মহানগরীতে। নতুন নায়ক ও নায়িকা কে নিয়ে

পুজোর আগেই আসতে চলেছে বাংলা ছবি “দাদা গিরি”।পরিচালনায় এম,মলয়।চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বিশ্বজিৎ।প্রেম ভালোবাসা ও শেষে ভালোবাসার জয়,গ্রীন আপেলের নিবেদনে ছবির সংগীত পরিচালনা করেছেন আয়ুষ।চারটে গানে কণ্ঠ দিয়েছেন রানা মজুমদার,সাদাব হাশমী, নিরুপমা দে, অশোক সিং,ও শঙ্কর ভট্টাচার্য্য। বিশ্বজিৎ ধল

প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন জেমস রানা,(নবাগত),ঐশ্বর্য(নবাগতা),বিশ্বজিৎ ধল, ভরত কল,বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু,দেবিকা মিত্র,সান্ত্বনা বসু,অরুণাভ দত্ত, ভোলা তামাং প্রমুখ। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষায়।

ছবি – সঞ্জয় ভট্টাচার্য ।

Total Page Visits: 1529 - Today Page Visits: 1