নতুন ডিজিটাল প্ল্যাফর্ম “ওয়েবাকুফ”

নিজস্ব প্রতিনিধিঃ
বেশকিছু প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই নিয়ে এসেছে তাদের মিউজ়িক লেভেল। ঠিক তেমনই ‘ওয়াইজ় মঙ্ক’ প্রযোজনা সংস্থা লঞ্চ করল তাদের মিউজ়িক লেভেল ‘ওয়েবাকুফ’। মিউজ়িক লেভেল লঞ্চ অনুষ্ঠানটিতে ছিলেন অনুপম রায়, লগ্নজিতার মতো সংগীত শিল্পীরা। বুড়ো সাধু’ ছবির ‘জলে ঝাঁপাস না’ গানটি গেয়েছেন প্রাঞ্জল দাস। সংগীত পরিচালনাও করেছেন তিনি। এই গানটি দিয়েই লঞ্চ করল ‘ওয়েবাকুফ’। ছবির এই গানটিই কেন বেছে নিলেন তাঁরা ? এ প্রসঙ্গে পরিচালক ভিক বলেন, ” এটা আমার খুব প্রিয় গান । এই গানটা শোনার পর আমি, ঠিক করি প্রাঞ্জলই আমার মিউজ়িক ডিরেক্টর হবে । এক বান্ধবী প্রথমে এসে আমাকে গানটা শোনায় । আমার সেই বান্ধীর সঙ্গেই পরে প্রাঞ্জলের বিয়ে হয় । আমরা চেষ্টা করব, প্রচুর নতুন প্রতিভাকে সুযোগ দেওয়ার। মিউজিকটাকে অন্য মাত্রায় নিয়ে যাব । যে ধরনের কাজ আগে এখানে হয়নি”।