January 23, 2022

নব্বই দশককে ফিরে দেখার হিন্দি ছবির গানের কনসার্ট হয়ে গেল শহরে

নিজস্ব প্রতিনিধি –

নব্বই দশকের হিন্দি সিনেমার গানে এক ঝাঁক নতুন তারকার জন্ম হয়েছিল। সুরকার থেকে গীতিকার,গায়ক থেকে গায়িকা নতুন গানের রেশ নিয়ে গোটা এক দশক মাত করে রেখেছিলেন শ্রোতাদের।কিশোর কুমার,মহঃ রফিদের পরবর্তী সময়ে আশির দশকে অমিত কুমার,শৈলেন্দ্র সিং,মহঃ আজিজদের মতো শিল্পীরা

যথেষ্ট পরিচিতি পান।নব্বইয়ের দশকে কুমার শানু,অভিজিত,উদিত নারায়ন,অলকা ইয়াগনিক,কবিতা কৃষ্ণমূর্তি,অনুরাধা পড়োয়াল,সাধনা সরগম গানে,গানে মাতিয়ে রেখেছিলেন আসমুদ্র হিমাচল। শ্যাম সরকার,কসমিক হারমোনি এর উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি, সত্যজিত রায় অডিটোরিয়াম ( আই.সি.সি.আর )

অনুষ্ঠিত হয়ে গেল গোল্ডেন মোমেন্টস অফ নাইনটিস এরা।মূল ভাবনায় শ্যাম সরকার।গানে প্রিয়া ভট্টাচার্য,সুজয় ভৌমিক, সিসপিয়া, অভি,সৌরিন প্রমুখ।গানের ভেলায় আর.ডি.বর্মন, রেহমান থেকে যতীন-ললিত, নদীম-শ্রবন সুরকারদের সুরে এই সন্ধ্যা নিঃসেন্দহে শ্রোতাদের মনে রাখার মতো হয়ে রইল।

একক গানে মেরে খোঁয়াবো মে জো আয়ে ( প্রিয়া ভট্টাচার্য ), দিল নে কহাঁ চুপকে সে ( সিসপিয়া ), সাঁসো কি জরুরত হ্যাঁ য্যায়সে (অভিজিত ), ম্যাঁয় কোই এইসা গীত ( সুজয় ভৌমিক ), জাদু তেরি নজর ( সৌরিন) বিশেষ ভাবে উল্লেখ্যযোগ্য।

Total Page Visits: 439 - Today Page Visits: 1