August 17, 2022

নারী দিবস ও দোল উৎসব পালন

নিজস্ব প্রতিনিধি –

হাওড়া কল্যাণপল্লী সাবজনীন দুগোৎসব(ইয়ুথ ক্লাবের)তরফ থেকে“আন্তজাতিক নারী দিবস ও দোল উৎসব ”উপলক্ষ্যে সম্প্রতি সাঁতরাগাছি সংগতি বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে দোল উৎসব পালন হল

এবং বৃদ্ধাশ্রমের মায়েদের হাতে পুষ্টিকর খাদ্য ও নতুন বস্ত্র উপহার হিসাব প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেঘ সায়ন্তনী ঘোষ,(রাজ্যের প্রথম রূপান্তকামী মহিলা আইনজীবী), কুশল ভৌমিক(অভিনেতা) ও সংস্থার অন্যান্য অধিকারিক রা

About Post Author

Total Page Visits: 775 - Today Page Visits: 1