August 13, 2022

নিসান নিয়ে এল ম্যাগনাইট

নিজস্ব প্রতিনিধি –

নিসান ক্যারিসম্যাটিক স্পোর্টস ইউটিলিটি কার “দ্য নিসান ম্যাগনাইট” ভারতীয় গাড়ির দুনিয়ায় শুরু হল এক নতুন অধ্যায়। এই প্রথম ওয়েবসাইটের মাধ্যমে ভার্চুয়াল টেস্ট ড্রাইভের সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। মোবাইল, ল্যাপটপ, বা মনিটর, যে পর্দার সামনেই আপনি থাকুন না কেন নিতে পারবেন “নিসান ম্যাগনাইট”-এর টেস্ট ড্রাইভের স্বাদ। সব জায়গাতেই মিলবে চালিয়ে দেখার সুযোগ। এদিন লঞ্চ উপলক্ষে নিসান মোটরস ইন্ডিয়ার সিনান ওয়াজক জানিয়েছেন, ‘‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ এই ভাবনার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে গাড়িটি। ভারতে তৈরি

নিসান ম্যাগনাইটের লক্ষ্য বিশ্ব বাজার”। গ্রাহক এবং ডিলারদের জন্য শুরু হয়েছে বুকিং। গাড়ির মূল্য ৪,৯৯,০০০। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ইণ্ট্রোডকটরি মূল্যে পাওয়া যাবে। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানিয়েছেন, “নতুন ম্যাগনাইট নিসান ভারতীয় গাড়ির বাজারে গ্রাহক কেন্দ্রিক পরিষেবার ক্ষেত্রে নতুন মাইলস্টোন। প্রযুক্তি আর ভাবনা সব ক্ষেত্রেই হয়ে উঠবে গেমচেঞ্জার।

About Post Author

Total Page Visits: 595 - Today Page Visits: 2