“নেতাজীকে বিকৃত করা হয়েছে” দাবী তুলল লিগ্যাল এড ফোরাম

সপ্তর্ষি সিংহ
সম্প্রতি নেতাজীর অন্তর্ধান রহস্য নিয়ে চলচ্চিত্র গুমনামী বাবা মুক্তি পেয়েছে। কিন্তু এই ছবির তথ্য নিয়ে বহু বিতর্ক সৃষ্টি হয়েছে, শুধু বিতর্ক নয় রয়েছে অভিযোগও। সোমবার কলকাতা প্রেস ক্লাবে নেতাজী বিচার ফাউন্ডেশন ও অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত হয় আজাদ হিন্দ বাহিনীর ৭৫ বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠান। এদিন সাংবাদিক বৈঠকে মুক্তি প্রাপ্ত চলচ্চিত্রে নেতাজী সম্পর্কিত প্রদর্শিত বিভিন্ন তথ্যের বিষয়ে দাবী তোলা হয়। এদিন উপস্হিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি জয়দীপ মূখার্জি, গবেষক পূরবী রায়, সুভাষ চন্দ্রের ভাইজি চিত্রা ঘোষ সহ বিশিষ্টিরা।
Total Page Visits: 549 - Today Page Visits: 1