June 29, 2022

পঞ্চমহাভূতের সংমিশ্রণে মৈনাকের “বর্নপরিচয়”

নিজস্ব প্রতিনিধি –


ইতিহাসে যে সিরিয়াল কিলিং-য়ের ধরন আছে তাতে প্রত্যেকটা খুনি তাঁর নিজস্ব স্বাক্ষর রচনা করেছে। কারণ একটা সময়ের পর খুনি নিজেকে শিল্পী মনে করে। সেখানে দেখা যায় খুনি নিজেকে দোষী মনে করলেও সেই সঙ্গে খুনকে একটা শিল্প মনে করে। পর পর খুনের মাধ্যমে সে নিজের সই রেখে যায়। সমাজের আয়নায় খুনির শাস্তি স্বরুপ ফাঁসি হওয়া উচিত কিন্তু খুনিরও একটা নিজস্ব যুক্তিবোধ থাকে যার জন্য এরকমটা ঘটে। কোনওভাবে ইতিহাসে ঠাঁই পাওয়ার একটা আকাঙ্খা তাঁর থাকে। এরকম একটা ভাবনা নিয়ে এবং এই দর্শনের মধ্যে দিয়ে বর্ণপরিচয় সামনে আসছে। এমনই প্রেক্ষাপটকে সঙ্গী করে মৈনাক ভৌমিকের নতুন ছবি বর্নপরিচয় মুক্তি পেতে চলেছে ২৬ জুলাই।

Total Page Visits: 292 - Today Page Visits: 1