January 22, 2022

পথ চলা শুরু করলো “চন্দন ফুড প্রোডাক্টস”

নিজস্ব প্রতিনিধি –

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে উন্মোচন হল “চন্দন ফুড প্রোডাক্টস” এর এই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অমরেন্দ্র সিং, মডেল ও অভিনেত্রী জিনিয়া মুখার্জী, বরুন মৈত্র, সোমনাথ চক্রবর্তী, সন্দীপ ভালোটিয়া, অদিতি

ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। এই মুহূর্তে সাধারণ মানুষের কথা ভেবে পুষ্টিকর এবং অল্পদামে বেসন লঞ্চ করলাম। আর মাত্র কয়েকদিন পরেই চন্দন ফুড প্রোডাক্টস এর আটা, ছাতু ও পশু খাদ্য বাজারে পাওয়া যাবে। সকল প্রকার প্রডাক্টের দাম আমরা রাখার চেষ্টা করছি মধ্যবিত্তদের নাগালের মধ্যে। এই কথা সাংবাদিক দের জানান সংস্থার কর্ণধার শ্রী

অমরেন্দ্র সিং। বাজারে বিভিন্ন ধরনের এই রকমের প্রোডাক্টস থাকলেও সাধারন মানুষ কিন্তু আমাদের প্রডাক্টই বেছে নেবে এটা আমার বিশ্বাস। শহর ও শহরতলি ছাড়াও অনন্য জেলায় খুব শীঘ্রই আমাদের উৎপাদিত সামগ্রী পাওয়া যাবে।

Total Page Visits: 297 - Today Page Visits: 1