পথ চলা শুরু হল কলকাতা ফ্যাশন ফেস্ট – ২০২২ এর

নিজস্ব প্রতিনিধি –
বাইপাস সংলগ্ন একটি হোটেলে স্পাইসি গ্রোভস আয়োজন করে তাঁদের প্রথম শো কলকাতা ফ্যাশন ফেস্ট ২০২২।


সংস্থার পক্ষে ডিজাইনার সুরজিৎ ঘোষ জানালেন, আমরা শুধু একটা অনুষ্ঠান করেই দায়িত্ব পালন করি না। আমি নিজে একজন ফ্যাশন ডিজাইনার। আমাদের সঙ্গে আছে আন্তর্জাতিক মানের কিছু প্রসাধনী ও ডিজাইনিং সংস্থা।


রয়েছেন জিৎ বসু, সুমন পাল, রীমা মুখার্জি’র মত বিশেষজ্ঞরা ও ল্যাকমে, আর্চ ইন্ডিয়ার মত সংস্থা। এবার প্রথম বছরের অনুষ্ঠানে প্রায় ২০ জন নতুন মডেলদের অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ করে দিয়েছি। অনুষ্ঠানটি শৈল্পিক

মোড়কে উপস্থাপনা করেন মডেল ও অভিনেত্রী পারমিতা ব্যানার্জি।
About Post Author
Total Page Visits: 42 - Today Page Visits: 1