December 1, 2022

পশ্চিমবঙ্গ জ্যোতিষ একতা মঞ্চে ও গুরুজি শ্রী বিনয় মহারাজ এর পক্ষ থেকে তারাপীঠ মহাশ্মশানে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি –

সমাজসেবী গুরুজি শ্রী বিনয় মহারাজ ( তারাপীঠ তপবন এর প্রতিষ্ঠাতা ) ও পশ্চিমবঙ্গ জ্যোতিষ একতা মঞ্চের যৌথ উদ্যোগে তারাপীঠ মহাশ্মশান প্রায় ১০০ জন সাধু-সন্ন্যাসী দের মুখে পরার মাস্ক বিতরণ করা হয় সম্প্রতি। সরকারি সব ধরনের নিয়ম মেনে ই

পুরো অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তপবনের অন্যান্য সদস্যবৃন্দ যথা আচার্য রঞ্জিত আনন্দ, মৃত্যুঞ্জয় ভারতী, নিশা ধাওয়ান, শান্ত মণ্ডল, মৌমিতা আচার্য, শুভ সাউ,  সোনাই শাস্ত্রী, প্রমূখ।                  

About Post Author

Total Page Visits: 378 - Today Page Visits: 1