পশ্চিমবাংলায় চালু হতে চলেছে নতুন অ্যাপ ক্যাব “ওকে ক্যাবস”

তনয় মন্ডল – কলকাতা
পশ্চিমবাংলায় চালু হতে চলেছে নতুন অ্যাপ ক্যাব “ওকে ক্যাবস “। এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করলেন ওকে ক্যাবস এর ম্যানেজিং ডিরেক্টর ধ্রুবজ্যোতি দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিসনেস হেড রাকেশ নায়েক, টেরিটরি হেড ইন্দ্রজিৎ ও ওকে ক্যাবসের অন্যান্য সদস্যরা। ওকে ক্যাবসের ম্যানেজিং ডিরেক্টর ধ্রুবজ্যোতি দাস বলেন -“আমাদের ক্যাবটি

শুধু কলকাতা নয় কলকাতার বাইরে ও চলবে। এছাড়া কলকাতা থেকে বাইরে যে কোনো জায়গাতে যেতে বা আসতে পারবেন। এই প্রথম কোনো ক্যাব অ্যাপ এটি চালু করল”। ওকে ক্যাবস অ্যাম্বুলেন্স ক্যাব চালু করতে চলছে যা অন্য কোনো ক্যাবসের নেই। ২০২০ সাল থেকে এই ক্যাবটি চালু হতে চলেছে। যারা এই ক্যাবটি ডাউনলোড করতে পারবেন না তারা যদি একটি বিশেষ নাম্বারে মিস কল দেয় তাহলে তাদের সাথে ক্যাব অ্যাপ থেকে যোগাযোগ করে নেওয়া হবে। এই পরিষেবা কলকাতা ও পশ্চিমবাংলায় প্রথম।