August 14, 2022

পানিহাটিতে প্রায় আড়াই হাজার অটো ইউনিয়ন সমুহ অপারেটরর্স দের প্রতিনিধিদের নিয়ে বিশাল সম্মেলন করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ

মহন্ত দাশগুপ্ত – উত্তর ২৪ পরগনা

সোদপুর পানিহাটিতে প্রায় আড়াই হাজার অটো গাড়ি অপারেটরর্স দের নিয়ে সভা করলেন পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়। তৃণমূল কংগ্রেসের ব্যানারের তলায় আই এন টি টি ইউ সি-র উদ্যোগে এই সভায় বিভিন্ন জায়গার অটো ড্রাইভার,অপারেটারর্স বৃন্দ ও অটো ইউনিয়ন নেতৃত্ব উপস্থিত হয়ে তাদের নানা রকমের সমস্যার কথা তুলে ধরেন। বিধায়ক নির্মল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মধ্যমগ্রাম, সোদপুর,

খড়দহ, ঘোলা, পানশিলা, আগরপাড়া সহ বিভিন্ন জায়গার প্রতিনিধি অংশ নিয়েছিলেন এই সমস্যা সমাধান সভায়। বিধায়ক নির্মল ঘোষ তাদের বিভিন্ন সমস্যা সমাধান ও বিরোধী রাজনৈতিক শক্তির কোনও প্রোরোচনায় বা ফাঁদে যাতে না পড়েন তা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন। তিনি সবাইকে বলেন যতক্ষণ আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে ও সাথে আছেন ততক্ষণ আপনাদের শান্তি বিঘ্নিত করতে পারবে না কেউ। কিন্তু আপনারও আইন মেনে অটো চালান ও যাত্রীদের সুস্থ ভাবে পরিষেবা দিন।

About Post Author

Total Page Visits: 437 - Today Page Visits: 2