পার্ক স্ট্রিটের টেপারওয়্যার এর দ্বিতীয় শোরুম খুলল

জি, দেবনাথ – কলকাতা
আন্তর্জাতিক ব্র্যান্ড টেপারওয়্যার কলকাতার পার্কস্ট্রিট অঞ্চলে গৃহস্থালি সরঞ্জামের আধুনিক শোরুম এর শুভ উদ্বোধন করলেন অঞ্জু জোশী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরকার ও চিত্রপরিচালক অভিষেক বসু, ডিজাইনার তেজস্ গান্ধী, গায়িকা লাজবন্তী রায়,

প্রযোজক হেমন্ত মার্দা, বিশিষ্ট মডেল ও মাউন্টেনার মাধবীলতা মিত্র প্রমুখ। কলকাতায় এটি দ্বিতীয় শোরুম বলে জানান সংস্থার প্রধান শ্রী মতি অঞ্জু জোশী এবং তিনি এই ব্র্যান্ড সম্পর্কে সাংবাদিকদের

আরো জানান যে বিশ্বের বাজারে টেপারওয়্যার ৭৫ বছর ধরে মানুষের মন জয় করে চলেছে। গত ২৫ বছর ধরে আমাদের দেশে চুটিয়ে ব্যবসা করছে এই ব্র্যান্ড।একটা সময় ছিল যখন সাধারণ ক্রেতাদের এই ব্রান্ডের গৃহস্থালি সামগ্রী অনলাইনে কিনতে হতো। কিন্তু আজ পরিস্থিতির অনেক বদল হয়েছে। আজকের দিনে এই

শহরের ক্রেতারা এক ছাদের তলায় তাদের মনের মতো সামগ্রী কিনতে পারছেন। দাম ও মধ্যবিত্তের নাগালের মধ্যে, সাধারন মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে এই ব্রান্ডের সমস্ত গৃহস্থালি সামগ্রী ভার্জিন প্লাস্টিক দিয়ে তৈরি করা। আমরা ভবিষ্যতে কলকাতায় এই ব্র্যান্ডের আরো শোরুম খোলার চেষ্টা করবো।
ছবি – নিউজবেঙ্গল অনলাইন রাজেন বিশ্বাস।